fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করসেবকদের ওপর গুলি না চালিয়ে গর্ববোধ করছি: কল্যাণ সিং  

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কর সেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ না দিয়ে তিনি ঠিকই করেছেন। এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।

৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই রাম মন্দির নির্মাণ দীর্ঘ আন্দোলনের ফল। সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কর সেবক্রা। আন্দলন যখন তীব্র হয়েছিল, সেই সময় কল্যাণ সিং ছিলেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই স্মৃতিচারণায় শনিবার কল্যাণ সিং বলেন, ‘১৯৯২ সালে আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম , সেই সময় বিক্ষোভ চলাকালীন কর সেবকরা অযোধ্যায় জড়ো হয়েছিলেন। জেলাশাসক আমায় জানিয়েছিলেন, চার ব্যাটেলিয়ন কেন্দ্রীয় ফোর্স সাকেত মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়েছে। কিন্তু সেই সময় আমি কর সেবকদের ওপর গুলি চালাতে নিষেধ করি।‘

     আরও পড়ুন: অযোধ্যা সফর বাতিল! তবে কি রাম মন্দিরের ভূমিপুজোয় থাকছেন না যোগী?

কল্যাণ সিং জানিয়েছেন, ‘অযোধ্যায় সেই সময় যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার ওপর নজর রেখে আমি লিখিত ইর্দেশ দিয়েছিলাম জে, কর সেবকদের ওপর গুলি চালানো যাবে না। ওই জায়গায় প্রায় লাখ খানেক কর সেবক জড়ো হয়েছিলেন। গুলি না চালিয়ে অন্য কোনও উপায়ে তাঁদের নিয়ন্ত্রণে আনার উপদেশ দিই। আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ, আমি জানতাম, গুলি চালানো হলে বহু লোক প্রাণ হারাতেন। দেশের বিভিন্ন জায়গা থেকে কর সেবকরা সেখানে জড়ো হয়েছিলেন। হিংস্র কোনও সিদ্ধান্ত সেই সময় দেশে রাজ্যে আরও খারাপ পরিস্থিতি তৈরি করত। আমি গর্বিত, সেই সময় কোনও কর সেবকদের প্রাণ যায়নি।‘

Related Articles

Back to top button
Close