fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জেলায় শিক্ষার সর্বস্তরে ফি মকুবের দাবিতে জেলাশাসক দফতরে বিক্ষোভ

ভাস্করব্রত পতি, তমলুক : করোনা ভাইরাসের সংকটকালে এবং আমফানে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলায় একাদশ শ্রেণি, কলেজে কলেজে ভর্তি ফি, পরীক্ষার ফি ও সেমিস্টার ফি সহ শিক্ষার সর্বস্তরে ফি মকুবের দাবিতে আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রসংগঠন এআইডিএসও৷

 

 

আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি স্বপন জানা, সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম পাড়ই, সুদর্শন মান্না, জেলা কমিটির সদস্য রাজকুমার মান্না, অনিরুদ্ধ মাইতি প্রমুখ৷

 

 

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষার সর্বস্তরে ফি মকুবের দাবীর পাশাপাশি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ, জেলায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্রুত পুনর্গঠন, বাসে ছাত্রদের ফ্রি পাস, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি স্বাস্থ্যবিধি মেনে সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যাসহ ৬ দফা দাবিতে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়৷

 

 

এআইডিএসও’র জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন—’করোনা অতিমারীর সংকটের জন্য দীর্ঘ লকডাউনে যখন জনজীবন সংকটগ্রস্ত, তখন আমফান ঘুর্ণিঝড়ে জেলার বিস্তীর্ণ অংশকে বিপর্যস্ত করে তুলেছে৷ এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ক্ষতিপূরনের পাশাপাশি যে দাবিতে আমরা জেলা জুড়ে সরব হয়েছি, তা’হল একাদশ শ্রেণী, কলেজ সহ সর্বস্তরে ফি মকুব করতে হবে৷ আমাদের আশঙ্কা এই যে, চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের সময়ে সরকার যদি ফি মুকুবের কথা না ভাবে তাহলে এই মুহূর্তে এ জেলার হাজার হাজার ছাত্র ছাত্রীর শিক্ষাজীবনের ইতি ঘটবে’৷

 

 

তাঁরা জানান, দাবী না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন হবে৷ আজ থেকেই শিক্ষায় সর্বস্তরে ফি মকুব ও ফ্রি বাস পাসের দাবিতে সমগ্র জেলা জুড়ে জেলাশাসকের উদ্দেশ্যে গণ আবেদনপত্র জমা দেওয়ার কর্মসূচী গ্রহন করা হয়েছে৷ এ জেলার হাজার হাজার ছাত্র ছাত্রীকে এই কর্মসূচীতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ পাশাপাশি এ জেলার শিক্ষক, অভিভাবক এবং শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচীর পাশে দাঁড়ানোর জন্য৷

Related Articles

Back to top button
Close