fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভাতারে বেহাল রাস্তায় ধানগাছ পুঁতে বিক্ষোভ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বহু আবেদন নিবেদনের পরেও বেহাল রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবাদে রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের আমারুনের আদিবাসী পড়ার বাসিন্দারা বেহাল রাস্তায় ধানগাছের চারা রোপন করে বিক্ষোভ দেখালেন। গ্রামবাসীরা এদিন প্রতিবাদে সরব হতেই দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।

ভাতার ব্লকের আমারুন ১ পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম আমারুন আদিবাসী পাড়া। এখানকার বাসিন্দা রামবিলাশ হাঁসদা ও সুন্দরী হাসদা বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামের রাস্তা বেহাল হয়ে রয়েছে। রাস্তা সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সব জায়গাতে বহুবার আবেদন নিবেদন করা হয়েছিল। কিন্তু আজ অবধি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
চলতি বর্ষায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করা দুরহ হয়ে উঠেছে। রাস্তা কার্যত পুকুরের চেহারা নিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের টনক নড়াতেই এদিন গ্রামের পুরুষ ও মহিলারা মিলে বেহাল রাস্তায় ধানগাছের চারা পুঁতে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।

গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য জানান, গত ২০১৩ সাল থেকে পাঁচ বছরের মধ্যে চার বছর গ্রাম পঞ্চায়েত বন্ধ ছিল। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আসে। এই দু’বছরে আমরা প্রত্যেকটা গ্রামে একটি করে পাকা রাস্তা তৈরি করেছি। আমারুন গ্রামে ওই আদিবাসী পাড়া রাস্তা খুব তাড়াতাড়ি সংস্কার করা হবে। কিন্তু লকডাউনের জন্য কাজ করতে সমস্যা হচ্ছে। আশা করছি সেপ্টেম্বর মাসে ওই রাস্তার কাজ শুরু হবে।”

Related Articles

Back to top button
Close