লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ বাগনানে

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে রবিবার বাগনান স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের সদস্যরা অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে লোকাল ট্রেন চালানোর দাবি জানান। এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অজয় দোলুই জানান, লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন। ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে। হকার থেকে শুরু করে যারা প্রতিদিন শহর এলাকায় রুজি রোজগারের জন্য যেতেন তারাও আজ ঘরে বসে আছেন।
তিনি আরও জানান, আজ প্রায় ৭৫ শতাংশ মানুষ কর্মহীন অবস্থায় জীবন মরণের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এইসব মানুষের কথা চিন্তা করে আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করলেও কোনওরকম সমস্যার সমাধান হয়নি। এমনকি রেলের তরফে এখনও পর্যন্ত ট্রেন চালানোর কোনও সিদ্ধান্ত না নেওয়ায় এইসব মানুষের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে। অজয় দলুই জানান, ট্রেন চালানোর পাশাপাশি এইসব মানুষদের দুরবস্থার কথা ভেবে দেখার জন্য আমরা রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।