fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

প্রকৃত ক্ষতিগ্ৰস্তরাই বাদ, আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিজেপি মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ক্ষতিপূরণ চেয়ে বিজেপি মেম্বার সুপর্না বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জলেশ্বর কলোনি এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, আমফান ঝড়ের পরে জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর বুথের বিজেপি পাটির মেম্বার সুপর্ণা বিশ্বাসের কাছে ত্রিপল চাওয়া হলেও তা পাওয়া যায়নি, কিন্তু যাদের ক্ষতি হয়নি তাদের বাড়িতে গিয়ে ত্রিপল দিয়েছে। ক্ষতিপূরণের লিস্টে ক্ষতিগ্রস্তদের নাম নিলেও তাদের কোন ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় নি। কিন্তু যাদের কোন ক্ষতি হয়নি, পাকা বাড়ি তারা ক্ষতিপূরনের টাকা পেয়েছেন।

এলাকাবাসীর দাবি, যারা প্রকৃত ক্ষতি গ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুরন দিতে হবে।আর যাদের কোন ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি পুরনের টাকা পেয়েছে তাদের কাজ থেকে টাকা ফেরত নিতে হবে। কিন্তু বিজেপির মেম্বার সুপর্ণা বিশ্বাসের বক্তব্য ,যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের নামের লিস্ট তৈরি করে আমি বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার বাড়ির সামনে মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন বুঝতে পারলাম বিডিও অফিস থেকে কারচুপি হয়েছে। আমি যাদের নামের লিস্ট পাঠিয়ে ছিলাম তারা ক্ষতিপূরণ পেয়েছে কিনা সেটা আমি জানি না। তিনি পুরো তছরুপের দায় চাপিয়েছেন প্রশাসনের উপরে।

Related Articles

Back to top button
Close