দুর্গাপুজোর বরাত না পাওয়ার সমস্যা, টাকিতে অবস্থান বিক্ষোভ ডেকোরেটর মালিক ও শ্রমিক ইউনিয়নের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: অবরোধ বসিরহাট মহাকুমা জুড়ে, বসিরহাট মহাকুমার ডেকোরেটর সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে রাস্তায় নামল ডেকোরেটর মালিক সমিতি। তাদের প্রথম দাবি ডেকোরেটর ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে হবে, লকডাউনের ক্ষতিগ্রস্ত ডেকোরেটারদের ব্যাঙ্ক লোন দিতে হবে ও ক্ষতিগ্রস্তদের মালিকদেরকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। অবিলম্বে এই করোনা ভাইরাস এর জন্য অনুষ্ঠান বাড়িতে ৪০০ থেকে ৫০০ লোকের অনুমতি দিতে হবে।
উত্তর ২৪ পরগনায় জেলা জুড়ে ৮,০০০, ডেকোরেটার্স মালিক, দু’লক্ষ কর্মচারী এই শিল্পের সঙ্গে জড়িত। প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার ঘোষ ও সভাপতি বিশ্বরূপ মন্ডল তাদের মূল দাবিদাওয়া নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে টাকি সংস্কৃতি মঞ্চ থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে টাকি থুবোর মোড়ে এসে রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভে বসে। অবিলম্বে তাদের এই দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।