fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বেহাল অবস্থা সার্ভিস রোডের, ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বাম যুব সংগঠনের বিক্ষোভ

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলের ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল অবস্থা। তার প্রতিবাদ বিক্ষোভকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়ালো রানিগঞ্জে। রানিগঞ্জের  সিপিএম বিধায়ক রুনু দত্তর নেতৃত্বে বাঁশড়া ও রানিসায়েরে বাম যুব সংগঠনের পক্ষ থেকে দুটি পৃথক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের কারণে ২ নং জাতীয় সড়কে গাড়ি চলাচল ব্যহত হয়। পরে পুলিশকে দুটি এলাকায় এসে বিক্ষোভ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।  তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল।
 ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল হয়ে পড়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। জেলার  বরাকর থেকে পানাগড়, সব জায়গায় একই রকম দশা ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডের। পুজোর আগে এই রোড সংস্কার করা না হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে বলে আশঙ্কা যাত্রী থেকে সাধারণ মানুষের।  গাড়ি চালকদের অভিযোগ,  রানিগঞ্জ এলাকায় ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থা সবচেয়ে খারাপ ও বিপজ্জনক।
বিধায়ক ও যুব সংগঠনের নেতাদের দাবি, বৃষ্টি না হলে রাস্তার খানাখন্দ দেখে সাবধানে গাড়ি চালানো যায়। কিন্তু বৃষ্টির জল জমলে তা বোঝা যায় না। তারপর স্ট্রিট লাইট না থাকায় রাতে এই ভাঙা ও বেহাল রাস্তা দিয়ে বেশ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এই সার্ভিস রোড সংস্কারের দাবিতে এদিন ডিওয়াইএফআইয়ের কর্মী ও সমর্থকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছন।
এই বিক্ষোভের কারণে ২নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে যায় বহু পণ্যবাহী গাড়ি। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশ সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডিওয়াইএফআই নেতা ও কর্মীরা।
অন্যদিকে, একইভাবে ২ নং জাতীয় সড়কের বাঁশড়া মোড়ে রানিগঞ্জের সিপিএম বিধায়ক রুনু দত্তের নেতৃত্বে আন্দোলন করা হয়। সেখানেও পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।  পুলিশ রোড সংস্কারের জন্য ২ নং জাতীয় সড়ক  আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ অবরোধ বেশ কিছুক্ষুন পরে তুলে নেওয়া হয়।

Related Articles

Back to top button
Close