fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ 

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম:  একাধিক দাবি নিয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। বুধবার প্রায় শতাধিক কর্মী তাদের দাবিতে বিক্ষোভ  কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একটি দাবি পত্র জমা দেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কোভিড পরিস্থিতিতে যথাযথভাবে কাজ করে গেলেও তাঁরা নিজেরাই বঞ্চিত। এজেন্সি দ্বারা নিয়োজিত এই কর্মীরা যথা সময়ে নূন্যতম বেতন পাচ্ছেন না বলে অভিযোগ।  ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি জাতীয় কাজ করেন এই কর্মীরা। রয়েছেন এমন ১৬০ জন কর্মী।  অল বেঙ্গল সুপার স্পেশালিস্টি হাসপাতাল অস্থায়ী কর্মী সংগঠনের পক্ষ থেকে বারংবার আবেদন জানানোর পরও এজেন্সি কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

[আরও পড়ুন- ১লা নভেম্বর থেকে খুলছে গোন্দলপাড়া জুট মিল : লকেট]

নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতালের অস্থায়ী কর্মী সুপার  ভাইজার শংকর জানা, শেখ আজানুর হোসেন, ওয়ার্ড গার্ল মাধুরি মাইতিরা বলেন, “এমনতেই আমাদের  উপযুক্ত বেতন দেওয়া হয় না। তাও মাসের শেষে বারবার ফোন করতে হয় বেতনের জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও যথাযথ বেতন পাচ্ছি না। আমাদের দাবি এজেন্সিকে সরিয়ে সরকার আমাদের সরকারি কর্মী হিসাবে ঘোষণা করুক। আমাদের কাজ স্থায়ী করা হোক। প্রতি মাসে সম্মানজনক বেতন দেওয়া হোক আমাদের। ৭-৮ হাজার টাকায় এই বাজারে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে।” নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতালের সুপার ডা: আদিত্যকুমার মুদি বলেন, “অস্থায়ী কর্মীদের আবেদন পেয়েছি। ওঁদের দাবি ন্যায় সঙ্গত। তবে আমাদের কিছু করার নেই। ওঁরা এজেন্সি দ্বারা নিয়োজিত।  ওঁদের আবেদন যথাস্থানে পাঠাব।”

 

 

Related Articles

Back to top button
Close