নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে শুক্রবারও নন্দীগ্রামে বিক্ষোভ

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম: নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে শুক্রবারও নন্দীগ্রামে বিক্ষোভ। শুক্রবারও নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপির মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা নন্দীগ্রামের তিনটি ভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হন।
বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক বিজেপি নেতার উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবারই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিবাদে শামিল হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। শুক্রবারও বিভিন্ন জায়গায় একই কর্মসূচি পালিত হয়েছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ চালমারি বাজারে মহিলা মোর্চার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এখানে মহিলারা দাহ করেন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলি।
বেয়াপাড়াতে বিজেপির যুব মোর্চা এবং চৌমাথাতে বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে দেখানো হয় বিক্ষোভ। নন্দীগ্রামের বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল, মণ্ডল সভাপতি অরূপ জানা, ধনঞ্জয় ঘোড়া, গৌতম দাস, মহিলা মোর্চার সভাপতি দীপালি জানা, আইটি মমতা পাত্র, মহিলা মোর্চা জিএস অর্পনা দাস মণ্ডল, অনিতা বারিক প্রমুখ নেতৃত্ব সহ প্রচুর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।