fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন

বাবলু প্রামানিক ,দক্ষিণ ২৪ পরগনা: পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ নম্বর বিডিও অফিসের সামনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখায় এবং ৬ দফা দাবিতে ডেপুটেশন তুলে দেয় বিডিও এবং ক্যানিং এস ডি ও-র কাছে। বিক্ষোভকারী পরিযায়ী শ্রমিকরা ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন যে, ইটখোলা গ্রাম পঞ্চায়েত, নিকাড়ীঘাটা জিপি, গোপালপুর জিপি, দাঁড়িয়া জিপি, মাতলা এক নম্বর এবং মাতলা দুই নম্বর জিপি সহ বিভিন্ন পঞ্চায়েতেগুলিতে ১০০ দিনের কাজের জন্য বারংবার আবেদন করেও কোনও কাজ হয়নি। পঞ্চায়েতের প্রধানরা ঘুমাচ্ছে।

এমনকি ঘূর্ণিঝড় আম্ফানে ঘরবাড়ি ভেঙে পড়েছে। বারবার গ্রাম পঞ্চায়েতে গিয়েছি, একটা ত্রিপল পর্যন্ত দেয়নি। এবিষয়ে ক্যানিং-১ বিডিও সাহেবের কাছেও জানানো হয়েছিল। তিনিও কিছু করেনি। তাই অসহায় হয়ে এই বিক্ষোভ ডেপুটেশন। তারা আরও অভিযোগ করে বলেন, পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোনওমতে সংসার চলছে। আর সংসার চালাতে পারছি না। আমাদের কাজ দেওয়া হোক, নতুবা অনুদান দেওয়া হোক। আর না দিলে আগামী ২০২১ এ বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে দেব। রাজ্যের পরিযায়ী শ্রমিক ইউনিয়নের সম্পাদক তপন মুখার্জি বলেন, ছয় দফা দাবিতে ক্যানিং-১ বিডিও এবং ক্যানিং এসডিও কাছে ডেপুটেশন তুলে দেওয়া হয়।

বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের দাবি, অবলম্বে বিহার সহ ৬ রাজ্যের ন্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য গরীব কল্যাণ রোজগার যোজনা চালু করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের সরকারি ভাবে ব্লকে নাম নথিভুক্ত করে পরিচয় পত্র দিতে হবে। ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সকল পরিযায়ী শ্রমিকদের খাদ্য কুপন, কাজের ক্ষেত্রে নিরাপত্তা, উপযুক্ত বেতন, বাসস্থান, চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করতে হবে। নাহলে আগামী দিনে পরিযায়ী শ্রমিকরা আরও লাগাতার আন্দোলনে নামবে।

 

Related Articles

Back to top button
Close