fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানার আইসির পদত্যাগ দাবি, পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ আদিবাসীদের

পিন্টু  কুণ্ডু, বালুরঘাট:  আদিবাসী সংগঠনের ডাকা সভায় রণক্ষেত্রের পরিবেশ নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বংশীহারি থানার আইসির অপসারন চেয়ে রাস্তায় নামলো  ভারত মাঝি জাকাত। জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে চললো বিক্ষোভ প্রদর্শনও। বুধবার দুপুরে বালুরঘাটে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ওই সংগঠনের সদস্যরা তির ধনুক উচিয়ে ঢামসা মাদল বাজিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন। হানাহানির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে আদিবাসী সংগঠনের তরফে।

[আরও পড়ুন- কাঁকসার জঙ্গলমহলে প্রথম পালনে টিকল না করকনাথ মুরগী]

উল্লেখ্য, মঙ্গলবার আদিবাসী সংগঠনের  সভায় নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে বংশীহারি এলাকা। নতুন সভাপতি ও তার দলবলের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে প্রাক্তন সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় বর্তমান সভাপতি সহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও বর্তমান সভাপতির অভিযোগ, গন্ডগোলের আশঙ্কা করে পুলিশকে তারা আগে জানালেও ঘটনার দীর্ঘ সময় পরেও এলাকায় পুলিশের দেখা মেলেনি। যাকে ঘিরেই তুমুল ক্ষোভের সঞ্চার হয় স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্যদের। আর যার পরেই এদিন বালুরঘাটে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের নিকট দাবি সনদ পেশ করে আদিবাসী সংগঠন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বংশিহারী থানার আইসির অপসারণের জোড়ালো দাবিতে সরব হন সংগঠনের উত্তরবঙ্গ জোনের সভাপতি বাপি সোরেন।

তিনি বলেন, তারা রাস্তা অবরোধ করে এর প্রতিবাদে সামিল হতে পারতেন কিন্তু তারা গনতন্ত্রে বিশ্বাসী বলে জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত ও থানার আই সি র বদলি চেয়ে দাবি সনদ পেশ করেছেন। পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন।

Related Articles

Back to top button
Close