
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কৃষক বিলকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দিল্লি সহ রাজ্যের একাধিক জায়গায় চলছে ভারত বনধ।
কলকাতাতেও বেশ কয়েকটি জায়গায় ধর্মঘটীরা বনধের ইস্যুকে সামনে রেখে বিভিন্ন জায়গায় পথ অবরোধ থেকে শুরু করে কুশপুতুল পোড়ানো হয়।
কলেজস্ট্রিট, এস্প্ল্যানেড, যাদবপুর সহ একাধিক জায়গায় অবরোধও করে। তৃণমূলের পক্ষ থেকে এই বনধকে সমর্থন করা হয়েছে।
সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার সর্বত্র অতিরিক্ত পুলিশ বাহিনী টহল দিচ্ছে সকাল থেকেই।