fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

ফের মারাত্মক আকার নিতে পারে ডেঙ্গু… পরিস্থিতি উদ্বেগজনক, সমীক্ষা পতঙ্গবিদদের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এখনও করোনার থেকে মুক্তি মেলেনি রাজ্যবাসীর। তার মধ্যে ফের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডেঙ্গু। যা একসময় বঙ্গে মারাত্মক আকার ধারণ করেছিল। ফের সেই ডেঙ্গু আর ম্যালেরিয়া রাজ্যে চরম আকার নিতে পারে বলে ধারণা করছেন পতঙ্গবিদরা। কলকাতা বাদে রাজ্যের বিভিন্ন জেলায় পতঙ্গবিদরা ১৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পতঙ্গজনিত সমীক্ষা করে এমন আতঙ্কের রিপোর্টই তুলে ধরেছেন। যা সত্যিই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষা বলা হচ্ছে, জমা জল, আবর্জনা পরিষ্কার না হওয়া, খোলা পাত্রে মশার লার্ভা জন্মায়। মশা নিধন কর্মসূচিও সঠিক ভাবে পালিত হচ্ছে না। স্বাস্থ্য কর্মী এবং মশার নিধনকারী কর্মীদের মধ্যে সংযোগের অভাব রয়েছে। বেশ কিছু জায়গার নাম উঠে আসছে যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রবণতা বেশি। তার মধ্যে রয়েছে হুগলি, আলিপুদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ সেয়ারসোল , রাজবাড়ী, বাস্কেট পাড়া এই এলাকাগুলি বেশ উদ্বেগজনক। আসানসোল পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড, ডোম পাড়া  মশা নিধন কর্মসূচি কোন কিছু হয়নি, মানুষের মধ্যে সচেতনতা প্রচার কিছু করা হয়নি। এর পাশাপাশি  রয়েছে বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ড, দার্জিলিং জেলার শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, হাওড়া পুরসভা ৩১ নম্বর ওয়ার্ড , উত্তর ২৪ পরগনা জেলার বরানগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, পরিস্থিতি উদ্বেগজনক, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ পুরসভার ১১ এবং ৯ নম্বর ওয়ার্ডে মশা নিধনের কর্মসূচি ঠিকমতো পালন করা হচ্ছে না। এই তালিকায় রয়েছে  মালদহ জেলার মোথাবাড়ি এবং কালিয়াচক ২ নম্বর পুরুলিয়া জেলার রাঘবপুর, কাশিপুর, জয়পুর, পালাঞ্জা, হাদালদা, লায়েকদি, মনিহারা এলাকা, দুর্গাপুর, ডানকুনি, হাওড়া, পানিহাটি, খড়দহ,বরানগর, কামারহাটি,দক্ষিণ দমদম, শেওড়াফুলি বহরমপুর,দুর্গাপুর, ভাটপাড়া, মেদিনীপুর, মহেশতলা,অশোকনগর কল্যাণগড় পুরসভা।

 

 

Related Articles

Back to top button
Close