fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

রাজ্যে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, সতর্কতা বাড়াতে পুরসভার কর্মীদের পুজোর ছুটি বাতিল

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনার থেকে সবে মাত্র একটু স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। ফের ঘাড়ে নিশ্বাস ফেলছে ডেঙ্গু। ক্রমশই বেড়েছে চলেছে ডেঙ্গুর আতঙ্ক। এদিকে এই অবস্থায় পুজোর মধ্যে পুরসভা কর্মীদের ছুটি বাতিল করেছে রাজ্য প্রশাসন।

কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যে। কখনও মুষুলধারে আবার কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। ফলে ডেঙ্গু তার দাপট বাড়িয়ে তুলেছে। কলকাতা শহরে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুধু কলকাতা নয়, আরও বেশ কয়েকটি জেলার অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। বুধবার রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৫৩৭ জন। গত কয়েকদিন ধরেই এই সংখ্যাটা ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। বুধবারও সেই একই ছবি দেখা গেল। শুধু পরিসংখ্যান বলছে, ৪৮৫ জন ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন।

কলকাতা ছাড়াও কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদ ও দার্জিলিং এই দুই জেল থেকেও প্রতিদিন অনেকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এখনও পর্যন্ত রাজ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতাতেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।  ডেঙ্গি সতর্কতায় পুজোর কয়েকদিনে যাতে কোনও খামতি না হয়, সে দিকে নজর দিচ্ছে রাজ্য।

 

Related Articles

Back to top button
Close