
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের অল্প অল্প করে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। এদিকে করোনার জেরে একেবারে হান্স ফাস হয়ে উঠেছে জনতা জনার্দ্দনের আম জীবন। এবার তিন মাসের এক শিশুর মৃত্যু হল ডেঙ্গুর প্রকোপে। সােমবার সপ্তাহের শুরুতেই পার্কসার্কাসের এক বেসরকারি শিশু হাসপাতালে ডেঙ্গু তে আক্রান্ত হয়ে মৃত্য হয় এক শিশুর।
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর , হাওড়ার বাসিন্দা ৩ মাসের ওই শিশুকে আট দিন আগে পার্কসার্কাসের ওই বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যখন ওই শিশুকে ভর্তি করা হয়েছিল তখন তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এরপরে ওই শিশুর ডেঙ্গি পরীক্ষা করা হয়। পরীক্ষা করা হলে জানা যায় ওই শিশু ডেঙ্গিতে আক্রান্ত।
ডেঙ্গুর ফলে শিশুটির লিভারের সমস্যা শুরু হয়ে গিয়েছিল। এমনকি শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণও শুরু হয়। শিশুটিকে সুস্থ করার সবরকম চেষ্টা চালানাে হয় বেসরকারি হাসপাতালের তরফে। কিন্তু শেষ রক্ষা হয় নি। সােমবার সকালে পার্কসার্কাসের বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত ওই তিন মাসের শিশুর।