fbpx
বিনোদনহেডলাইন

দেওরের অকাল প্রয়াণ সহ্য করতে পারলেন না, মারা গেলেন সুশান্তের বৌদিও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে নিজের বান্দ্রার ফ্ল‍্যাটে আত্মহত‍্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার অকাল প্রয়াণে গোটা দেশে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে ৷ বলিউড তাঁর এই উজ্জ্বল তারা হারানোয় শোকে মূহ্যমান ৷ এবার সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারেই সরাসরি আরও এক মৃত্যু আঘাত হানল ৷ সুশান্তের বিহারের বাড়ির পরিবারের সদস্য তাঁর শেষকৃত্যের দিনেই মারা গেলেন ৷ পরিবারে আরও এক মৃত‍্যুর খবর শোকের আবহাওয়া আরও ভারী করে তুলল সুশান্তের পরিবারে।

সুশান্তের পরিবার সূত্রে খবর, অভিনেতার মৃত‍্যু সংবাদ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর বৌদি সুধা দেবী। তিনি সুশান্তের খুড়তুতো দাদা অমরেন্দ্র সিংয়ের স্ত্রী। অমরেন্দ্র জানান, সুশান্তের মৃত‍্যু স‌ংবাদ পাওয়ার পর থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন সুধা দেবী। অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। পরিবারের সকলে সান্ত্বনা দেন। চিকিৎসক ডেকেও কোনও লাভ হয়নি। পূর্ণিয়ায় সুশান্তদের গ্রামের বাড়িতে সোমবার বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

আরও পড়ুন: সীমান্তে প্রচুর পরিমাণে জীবনদায়ী রোগের ইনজেকশন উদ্ধার

পরপর দুটো মৃত‍্যুতে কার্যত ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। অপরদিকে একমাত্র ছেলের মৃত‍্যুসংবাদ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। পাটনার রাজীব নগর কলোনিতে থাকেন তিনি। রবিবার সকালে ফোনে পান ছেলের আত্মহত‍্যার খবর। সুশান্তের পাটনার বাড়ির পরিচারিকা জানান, ফোনে সুশান্তের মৃত‍্যুর খবর পেয়েই ভেঙে পড়েন তিনি। কথা বলার মতো অবস্থাতেও নেই। সোমবার মুম্বই আসেন সুশান্তের বাবা ও দিদি সহ পরিবারের সদস‍্যরা। ছেলের মুখাগ্নি করার সময় ভেঙে পড়তে দেখা যায় বাবাকে।

Related Articles

Back to top button
Close