শরণানন্দ দাস, কলকাতা: ঠিক ৬৭ বছর আগে ২৯ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়োয় প্রথমবার মানুষ পা রেখেছিল। ইতিহাস সৃষ্টি করা এই দুজন মানুষ হলেন এডমণ্ড হিলারি ও তেনজিং নোরগে। লকডাউনের জেরে সবাই ঘরবন্দি। এবার কোন অভিযান না হওয়ায় নিঃসঙ্গ এভারেস্টও। ঠিক ১০ বছর আগে প্রথম বাঙালি অভিযাত্রী হিসাবে এভারেস্ট জয় করেন দেবাশিস বিশ্বাস ও বসন্ত সিংহ রায়। এবার এভারেস্ট জয়ের ১০ বছর পূর্তিতে দেবাশিস চিনের দিক দিয়ে এভারেস্ট জয়ের পরিকল্পনা করেছিলেন। করোনার জেরে অভিযানের অনুমতি দেয়নি চিন। অথচ গত মঙ্গলবার চিনের দিক থেকে এভারেস্টের চূড়ো ছুঁয়েছেন ৫ জনের একটি চিনা অভিযাত্রী দল।
আরও পড়ুন: করোনা থাবা এবার রাজ্যসভার অলিন্দে, আক্রান্ত এক আধিকারিক
এই ঘটনায় ক্ষূব্ধ দেবাশিস। তিনি বলেন, ‘ এটা খুব খারাপ দৃষ্টান্ত। চিন নিজেদের সব সময় সুপার পাওয়ার হিসাবে দেখাতে চায়। তাই সারা বিশ্বের অভিযাত্রীরা যখন এভারেস্ট অভিযানে বঞ্চিত থাকলেন তখন চিন এভারেস্ট জয় করে বার্তা দিতে চাইল। আমি এবার সফল হতাম কিনা সেটা অন্য প্রশ্ন। কিন্তু চিন পিছন থেকে ছুরি মারলো। বিশেষ করে আজকের দিনে মনটা তাই খুব খারাপ। ‘২০০৮ সালে এডমণ্ড হিলারি প্রয়াত হন। নেপাল সরকার তাঁর সম্মানে ওই বছর থেকেই ২৯ মে দিনটিকে এভারেস্ট দিবস হিসাবে পালন করছে। এবার লকডাউনের জেরে নিঃসঙ্গ এভারেস্ট অনেক নিচের দেবদারু বনের আর পাগলাঝোরার গান শুনছে।