fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি ! আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে ।রাজ্যে এখন প্রাক বর্ষার পরিস্থিতি। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এই জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে।আজ, শুক্রবার কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে । শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে । এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ।

জানা গিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের জেরে বুধবার থেকে ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে বাংলায় ওড়িশার সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় এখন আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও রয়েছে। বেলা বাড়লে এই অস্বস্তি আরও বাড়বে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন ও আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ঝাড়খণ্ডের জামশেদপুর ও কর্নাটকের হাম্পি

কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ে। মৌসুমী বায়ু অন্ধ্র, তামিলনাডু, পদুচেরির বেশ কিছু অংশে ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি বজায় থাকলে স্বাভাবিক নিয়মেই নির্ধারিত সময়ে বর্ষা আসবে রাজ্যে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সূচি অনুযায়ী উত্তরবঙ্গে ৭ জুন এবং দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Back to top button
Close