fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েত অফিসে কৃষকদের ডেপুটেশন ও স্মারকলিপি

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট:  কোলাঘাটের চাপদা গাজই খালের ক্ষেত্রহাট থেকে পারিট পর্যন্ত অংশটি এমজি নারেগা ১০০ দিনের কাজের প্রকল্পে সংস্কার করার দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট স্মারকলিপি জমা দেওয়া হল। ডেপুটেশনে নেতৃত্ব দেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক, সভাপতি কমল কান্ত দলুই সহ-সভাপতি মদন সামন্ত, সহ-সম্পাদক মোদন দাস। পুলশিটা অঞ্চলের তৃণমূল প্রধান গোবিন্দ মান্না জানান খালটি সংস্কারের জন্য ছয় লক্ষ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে জেলা এমজি নারেগা দপ্তরে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

আরও পড়ুন:সেপটিক ট্যাঙ্ক থেকে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

উল্লেখ করা যায় কোলাঘাট ব্লকের পুলশিটা ও খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে  খালটির উপরোক্ত দু কিমি অংশ ৫.২ লক্ষ টাকা দিয়ে গত ২০১৬ সালে  সেচ দফতর সংস্কার করেছিল। তারপর কচুরিপানা ঘাস আবর্জনা জমে যাওয়ায় জল যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন।শীতকালীন ধান চাষ করার ক্ষেত্রে চাষীরা চরম অসুবিধার মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে। দ্রুত সংস্কারের জন্যই এই স্মারক লিপি এবং ডেপুটেশন। শ্রী নায়েক বলেন চাষীদের স্বার্থে খালটি সংস্কার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবেন।

 

 

Related Articles

Back to top button
Close