পশ্চিমবঙ্গহেডলাইন
বেআইনি মাছের ভেড়ি তৈরীর বিরুদ্ধে কোলাঘাট ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: কোলাঘাট ব্লক মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির উদ্যোগে ব্লক জুড়ে বেআইনি মাছের ঝিল তৈরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্লকের বিডিও এবং বিএল অ্যান্ড এল আর ও নিকট ডেপুটেশনও স্মারকলিপি পেশ করা হল।
প্রতিনিধি দলে ছিলেন কমিটির উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক, প্রশান্ত সামন্ত, দিলীপ সামন্ত, প্রশান্ত আদক প্রমূখ নেতৃত্ব।
কমিটির নেতা নারায়ণচন্দ্র নায়েক বলেন এর বিরুদ্ধে প্রশাসন গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবেন।