পশ্চিমবঙ্গ প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণীসেবী, এ আই ওয়ার্কার সমিতির ডেপুটেশন কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: পশ্চিমবঙ্গ প্রাণী বন্ধু , প্রাণী মিত্রা, প্রাণী সেবি ও এ আই ওয়ার্কার সমিতি মঙ্গলবার ডেপুটেশন দিল কোলাঘাট ব্লক লাইভস্টক অফিসারের কাছে। বর্তমান করোনা পরিস্থিতিতে পশু পালন সংক্রান্ত সরকারী নির্দেশের সংশোধনের পরিপেক্ষিতে এই ডেপুটেশন বলে জানা যায়।
এই ডেপুটেশনে মূল দাবিগুলির মধ্যে ছিল বাড়িতে গিয়ে ট্যাগ করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে, পরিবারের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ, শারীরিক আঘাত বা বড় দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসার খরচ চালাবার জন্য দুর্ঘটনাজনিত বীমার দাবি, ট্যাগ লাগানোর জন্য ন্যূনতম ৫০ টাকা পারিশ্রমিক,পয়েন্ট প্রথা তুলে যাবতীয় সরকারি ভ্যাকসিন সরকারিভাবে প্রদান, সমস্ত ওয়ার্কারদের মাসে ১০ হাজার টাকা ভাতা প্রদান ইত্যাদি। ডেপুটেশনের নেতৃত্ব দেন উমাচরণ মালাকার, প্রবীর দুয়ারী ,জয়ন্তী সামন্ত, রাজকুমার মান্না প্রমূখ নেতৃত্ব। ব্লক লাইভস্টক অফিসার স্বপন জানা বলেন, ওয়ার্কারদের দাবিগুলি যুক্তিগ্রাহ্য। দাবিগুলি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।