পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন ভারতীয় জনতা পার্টির

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি। গাইঘাটা থানার ধরমপুর এক নম্বর পঞ্চায়েতে মোট নয় দফা দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেন পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ এর কাছে। এদিন গাইঘাটার ধরমপুর বাজার থেকে মিছিল করে এসে ধরমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি অস্থায়ী মঞ্চে অবস্থান-বিক্ষোভ করে স্মারকলিপির জমা দেন বিজেপি নেতৃত্ব।
[আরও পড়ুন- টানা বৃষ্টিতে জলবন্দি মানুষ, করোনা আবহে আতঙ্কে শহরের বাসিন্দারা]
এই বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন আমফান এর পর থেকে এই পঞ্চায়েতে একাধিক দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই স্মারকলিপি। এরপরেও দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়। যদিও প্রধান নির্মল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।