পিএফ সহ পাঁচ দফা দাবিতে পিএফ কমিশনারকে স্মারকলিপি দার্জিলিং জেলা সিটুর

কৃষ্ণা দাস, শিলিগুড়ি : লকডাউনের সময় বিভিন্ন কোম্পানি ও চা বাগানগুলি পিএফের টাকা জমা না দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে সেই কোম্পানিগুলি চিহ্নিত করে তাদের পিএফের টাকা জমা দেওয়ার দাবীতে সরব হল দার্জিলিং জেলা সিটুর কার্যকর্তারা। বুধবার শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং জেলা সিটুর সম্পাদক সমন পাঠক, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে জেলা নেতৃত্ব সহ কার্যকর্তারা একটি মিছিল করে জংশনের পিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে পিএফ কমিশনারের হাতে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়।
[আরও পড়ুন- রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে পথ অবরোধ]
দার্জিলিং জেলা সিটুর সভাপতি গৌতম ঘোষ জানান, পাঁচ দফা দাবী জানিয়ে এদিন পিএফ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হল। তিনি অভিযোগ করে বলেন, লকডাউনের সময়ে বহু কোম্পানি পিএফের টাকা জমা দেয়নি। সেই সমস্ত কোম্পানিগুলিকে চিহ্নিত করে অবিলম্বে পিএফের টাকা জমা দেওয়ার জন্য চাপ দিতে হবে৷
পাশাপাশি বেশ কিছু বন্ধ চা বাগানগুলিও পিএফের টাকা জমা না দেওয়ায় শ্রমিকদের সমস্যা হচ্ছে। এভাবে পিএফের টাকা জমা না দেওয়ার ফলে অনেকে পেনশান থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি বলেন অবিলম্বে এর কোনো সুরাহা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।