একাধিক অভিযোগে বিজেপি ট্রেড ইউনিয়নের ডেপুটেশন

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে নাম নথিভুক্ত করা, সরকারি নিয়ম অনুসারে শ্রমিক কর্মচারীদের ন্যূনতম বেতন দেওয়া, সম কাজে সম বেতন সহ ১০ দফা দাবিতে বুধবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশান দিল ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শেখর অধিকারী, সহসভাপতি সুরেন্দ্র শুক্লা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার প্রাক্তন সভাপতি গৌতম রায় সহ অন্যান্যরা।
আরও পড়ুন: মদ-জুয়ার আসরের প্রতিবাদ… বৃদ্ধাকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ
এদিন বিজেপি নেতারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের শ্রমিকরা নানাভাবে অন্যায় অবিচারের শিকার। তারা অভিযোগ করেন বর্তমানে অতিমারীর সময় পরিযায়ী ও অসংগঠিত শ্রমিকরা অর্থভাবে ও অনাহারে মারা গেলেও রাজ্য প্রশাসন নির্বিকার হয়ে বসে আছে। তাদের মতে প্রশাসনের এই উদাসীনতা একপ্রকার অবহেলা মানসিকতার পরিচয়। বিজেপি নেতাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী আর্থিক প্রকল্প রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্যকরী করতে গড়িমসি করছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, চট শিল্পসহ সমস্ত কলকারখানা অবিলম্বে চালু করা,সরকারি অফিসগুলোতে শূন্যপদ পূরণ করা, বঞ্চিত শ্রমিকদের পিএফইএসআই চালু করা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রাজ্যে অবিলম্বে চালু করার দাবি জানান বিজেপি নেতারা।