পাঁশকুড়া বিডিও অফিসে বামফ্রন্টের ডেপুটেশন

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য, ১০০ দিনের কাজ চালু করা, পরিযায়ী শ্রমিকদের কুপন প্রদান, দেওয়ান খালি খালে জমে থাকা জল নিকাশ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের অর্থ দেওয়া, সর্বক্ষেত্রে স্বচ্ছ তালিকা ও সরকারি সাহায্য প্রদানের দাবিতে বৃহস্পতিবার পাঁশকুড়া বিডিও অফিসে বামেদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল।
এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে মিছিল করে এসে বিডিও অফিসের সামনে দাবিগুলি নিয়ে সোচ্চার হতে দেখা যায় কর্মীদের। সভার শুরুতে সিপিআইএম নেতা নিতাই সান্নিগ্রাহী, মহাদেব মাইতি, ইব্রাহিম আলী, সিপিআই নেতা চিত্তরঞ্জন দাস ঠাকুর, নির্মল বেরা, প্রভাত জানা, মহিলা নেত্রী শ্যামলী মন্ডল উপস্থিত ছিলেন। বিডিও এর হাতে ম্মারক লিপি তুলে দিয়ে বিষয়বস্তু গুলি নিয়ে আলোচনা করেন বাম নেতৃত্বরা।
বামফ্রন্টের পক্ষে চিত্তরঞ্জন দাস ঠাকুর, ইব্রাহিম আলী সহ ফন্টের অন্যান্য নেতারা বিডিও সাহেবকে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই দাবিগুলির যথার্থ ফলাফল না এলে শান্তিপূর্ণভাবেই বিডিও অফিসকে অচলাবস্থা করে দেওয়া হবে।
পাঁশকুড়ার বিডিও বলেন যে দাবি গুলি নিয়ে আলোচনা করেছেন সেগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।