কোলাঘাট প্রশাসনিক ভবনে এসইউসিআই-এর পক্ষ থেকে ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও শ্রমিকের স্বার্থবিরোধী কাজের প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল। এদিন কেন্দ্রের শ্রম আইন (সংশোধনী ) বাতিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য আইন করে কালোবাজারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবির সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে কোলাঘাট ব্লক প্রশাসনিক ভবনে ডেপুটেশন দেওয়া হল।
ডেপুটেশনে অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল ব্যাংক, বিমা, প্রতিরক্ষা সহ সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ রোধ, জাতীয় শিক্ষানীতি বাতিল সহ সদ্য করোনা ভাইরাসে বাইরে থেকে আগত পরিযায়ী শ্রমিকদের নানা সুযোগ-সুবিধা ইত্যাদি।
ডেপুটেশনে নেতৃত্ব দেন ব্লক কমিটির পক্ষে নারায়ণচন্দ্র নায়েক, শংকর মালাকার সহ ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন:করোনা পরিস্থিতিতে হাইকোর্টে বন্ধ হচ্ছে আইনজীবীদের অযথা জমায়েত
ব্লক প্রশাসনিক আধিকারিক মদন মোহন মন্ডল ডেপুটেশন গ্রহণ করে বলেন যে দাবিগুলি রাজ্যের তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন, যেগুলি ব্লক পর্যায়ের দাবি সেই বিষয়গুলি দেখবেন।
এক সাক্ষাৎকারে এসইউসিআই কমিউনিস্ট দলের নেতা নারায়ণচন্দ্র নায়েক বলেন, সমস্যাগুলি প্রশাসনিক প্রধানকে দেওয়া হয়েছে।