পশ্চিমবঙ্গহেডলাইন
আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন

রুদ্র নারায়ণ রায়, হাবরা: সমবায় ব্যাংক এ টাকা রেখে ফেরত না পাওয়ায় মিছিল ও ডেপুটেশন আমানতকারীদের। কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর প্রায় ৭ হাজার গ্রাহক টাকা রেখে ফেরত না পেয়ে দীর্ঘদিন হয়রানির শিকার হচ্ছেন। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা হাটথুবা এলাকায় সমবায় ব্যাংক আমানতকারীরা টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার বিডিও অফিস অভিযান করেন।
দীর্ঘদিন ধরে সমবায় ব্যাংকের আধিকারিকরা আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না এমনটাই অভিযোগ । এর আগেও বহুবার ব্যাংক কর্মীদের ঘেড়াও করেন আমানতকারীরা। কিন্তু প্রশাসন আশ্বাস দিলেও, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। ঠিকমতো টাকা ফেরতও পাচ্ছেন না গ্রাহকরা। এদিন হাটথুবা থেকে মিছিল করে যশোর রোড দিয়ে হাবরা ব্লক অফিসে জমায়েত করেন কয়েক হাজার আমানতকারী। ব্লক আধিকারিক কাছে দেওয়া হয় ডেপুটেশনও।