পশ্চিমবঙ্গহেডলাইন
বিভিন্ন দাবিতে নিউ আলিপুরদুয়ার-এর স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন নাগরিক সমাজের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: পুজোর আগেই তিস্তা তোর্সা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে চালানো, রেলের অধীনে থাকা রাস্তা গুলো সারাই করে পথবাতি লাগানো সহ আরও বেশ কিছু দাবি জানিয়ে সোমবার নিউ আলিপুরদুয়ার স্টেশন ম্যানেজার কে দাবীপত্র দিল নাগরিক সমাজ।
তাদের পক্ষে জ্যোতির্ময় রায় জানান দাবিগুলো জামিয়ে এর আগে চলতি মাসের চার তারিখ উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে এবং দশ তারিখ আলিপুরদুয়ার এর ডি আর এম কে দাবিপত্র পাঠানো হয়েছে। অবিলম্বে দাবী পুরন না হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন। নিউ আলিপুরদুয়ার এর স্টেশন ম্যানেজার দাবিপত্র গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।