fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পঞ্চানন অনুগামী মঞ্চ-এর 

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বাড়ি কিংবা জমি কিনতে অথবা বিক্রি করতে গেলেই  দিনহাটা শহর ও শহরতলীর বিভিন্ন  এলাকায়   কাঠমানির দাবি করা হচ্ছে। দাবি অনুযায়ী টাকা দিতে না পারলে শারীরিকভাবে হেনস্থা ছাড়াও কখনো কখনো মারধর করা হচ্ছে। এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কখনও ক্লাবের নামে আবার কখনও   সংগঠন কিংবা  ক্ষমতাসীন কিছু ব্যক্তিবর্গ এই কাটমানি ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছেই দাবি করছে  বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবং বন্ধের দাবিতে  মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান পঞ্চানন অনুগামী মঞ্চ দিনহাটা ।

 

সংগঠনের পক্ষ থেকে দিন এই ডেপুটেশন কে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকালে  মহকুমার শাসক হিমাদ্রি সরকারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের নেতা অশোক রায়, শিবপ্রসাদ রায়, ধর্মেন্দ্র সিংহ, বিকাশ রায়,দেবাশীষ বর্মন, শিলাদিত্য রায়, পরিমল রায় প্রমুখ।এদিন সেই ডেপুটেশন দেওয়ার সময় মহকুমা শাসকের কাছে সংগঠনের নেতৃত্ব একাধিক বিষয় তুলে ধরেন । পাশাপাশি একাধিক অভিযোগ তুলে ধরেন। এছাড়াও এই  সমস্যা নিয়ে মহাকুমা প্রশাসনের আধিকারিকের সাথে সংগঠনের নেতৃত্ব দীর্ঘসময় আলোচনা হয়।

 মহকুমা শাসক হিমাদ্রি সরকার সংগঠনের দাবি খতিয়ে দেখে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিন ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের নেতৃত্ব অশোক রায়, ধর্মেন্দ্র সিংহ প্রমুখ বলেন, “দিনহাটা শহর কিংবা শহরতলী এলাকায় কোন ব্যক্তি বাড়ি  জমি কিনলে কিংবা বিক্রি  করতে গেলে  ক্ষমতাসীন কিছু ব্যক্তি কখনও ক্লাব আবার কখনও সংগঠনের নামে  মাত্রা অতিরিক্ত টাকা দাবি করছে। এই  টাকা না দিলে নানাভাবে  হেনস্থা করা হচ্ছে। দিনের পর দিন এই প্রবণতা বেড়েই চলেছে। এগুলি বন্ধ হওয়া দরকার। এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ  করার জন্য মহকুমা শাসকের পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।” অবিলম্বে তা বন্ধ না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন বলেও নেতৃত্বরা জানান।

Related Articles

Back to top button
Close