
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘উনি আগে ইউপি, গুজরাত সামলান।’ তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়ান। রবিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে পাল্টা বিধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে। ডেরেক বলেন, ‘অমিত শাহের উত্তরপ্রদেশ, গুজরাতের দিকে নজর দেওয়া উচিত।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে আইন-শৃংখলার পরিবেশ নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন। সেই প্রেক্ষিতেই এদিন টুইট করে তার জবাব দিলেন ডেরেক ওব্রায়ান। তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, ‘রাজনৈতিক হত্যা অমিত শাহ ভালোই বোঝেন।’ একুশের ভোটের আগে বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে এবার সরাসরি সওয়াল করে রাজনৈতিক উত্তেজনার পারদ কয়েকগুণ বাড়িয়ে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বিরোধীদের। শাসকের হাতে অত্যচারিত হতে হচ্চে বিরোধীদের।
বিজেপির বাংলার নেতাদের একাংশের দীর্ঘদিনের দাবি, এরাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন। রাজ্য বিজেপির কয়েকজনের সেই দাবিকেই এবার খুল্লমখুল্লা সমর্থন করেন অমিত শাহ। তাঁর কথায় আমফান থেকে অস্ত্র কারখানার হদিশ সহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সেই পথই দেখাচ্ছে।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, ‘এখন টিবি, ক্যানসারে মৃত্যুকেও রাজনৈতিক খুন বলে চালানোর চেষ্টা করছে বিজেপি।’ তিনি আরও বলেন, ‘বাংলায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ তৃণমূল। অমিত শাহের উত্তরপ্রদেশ, গুজরাতের দিকে নজর দেওয়া উচিত। রাজনৈতিক হত্যা অমিত শাহ ভালোই বোঝেন।’