
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: আর্থিক বঞ্চনা ইস্যুতে ফের একবার কেন্দ্রের বিজেপিকে বিঁধলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবারও সেই একই কায়দায় সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে আক্রমণ করে ট্যুইট করেন ডেরেক। যদিও আর্থিক বঞ্চনা ইস্যু তৃণমূলের কাছে নতুন কিছু নয়। তারা বারে বারে এই ইস্যুতে বিজেপিকে বিঁধেছে। কিন্তু বহিরাগতর পর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ট্যুরিস্ট গ্যাং’ বলে কটাক্ষ করে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে ডেরেক বলেন, ‘মোদি-শাহর ট্যুরিস্ট গ্যাং বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া।’
একইসঙ্গে টুইটারে তৃণমূল সাংসদের দেওয়া নথি অনুযায়ী, সর্বশিক্ষা অভিযানে ১৪ হাজার ৫২০ কোটি, সমগ্র শিক্ষা মিশনে ৯৭০ কোটি, মিড ডে মিলে ২৩৩ কোটি, স্বচ্ছ ভারত মিশনে ২৭৫ কোটি, মনরেগায় ৬৩১ কোটি, আমরুতে ২৫৪ কোটি, ছিটমহল বিনিময় বাবদ ১৮৮ কোটি, বিআরজিএফ ২ হাজার ৩৩০ কোটি, বেসিক গ্রান্ট ৪৩৮ কোটি-সহ একাধিক খাতে মোট ৮৫ হাজার ৭২০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে বাংলার। এই খতিয়ান তুলে ধরার পাশাপাশি মোদি-শাহকেও কটাক্ষ করেন ডেরেক।
রাজ্যের বকেয়া পাওনা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বৈঠকেও এই দাবি জানিয়েছেন তিনি। কোন প্রকল্পের দরুন কত টাকা পাওনা বকেয়া রয়েছে, তা এদিন টুইটারে তুলে ধরেন ডেরেক। বিজেপির আপাতত পাখির চোখ বাংলার একুশের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে একের পর কেন্দ্রীয় নেতাকে বাংলায় সংগঠন মজবুত করার দায়িত্ব দিচ্ছে গেরুয়া শিবির। সেই কাজ সম্পূর্ণ করতে তাঁরা বাংলায় যাতায়াত করছেন। এর আগে তৃণমূল নেতৃত্ব তাঁদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন। এবার ট্যুরিস্ট গ্যাং।