
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়লো, বরাদ্দ হল বুলেট প্রুফ গাড়িও। একুশের নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা, বাড়ছে সংঘর্ষ। আর আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে গোড়া থেকেই সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই রাজনৈতিক আবহে গত বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, অনুপম হাজরা প্রমুখ। সেই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে বাড়ানো হলো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা।
আরও পড়ুন: ভারতের প্রচ্ছন্ন মদতেই ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ভুটানের, দাবি বিশেষজ্ঞদের
তিনি আগেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন । তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এখন থেকে তাঁর নিরাপত্তা বেড়ে হল জেড ক্যাটেগরির। এছাড়া কৈলাস বিজয়বর্গীয় জন্য বরাদ্দ হল বুলেট প্রুফ গাড়িও। এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত দেখিনি। তবে শুনেছি।’ এছাড়াও একইভাবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। একের পর এক বিজেপি কর্মী খুন এবং হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ফের বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে সরব হন কৈলাস বিজয়বর্গীয়।