অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভালো নেই ফেলুদা। গভীর সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। রবিবার রাতে হাসপাতাল সূত্রে খবর এই বিশিষ্ট অভিনেতার তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের কারণে সংক্রমণ শুরু হয়েছে। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। সেইসঙ্গে কো-মর্বিডিটি চিকিৎসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
তাঁর হৃদযন্ত্র, লিভার-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এখনও সচল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই বর্ষীয়ান অভিনেতার তাঁর শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বাইপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাকে ভেন্টলেশনে দেওয়া হতে পারে।
প্রায় দুসপ্তাহে বেশি সময় ধরে করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন।গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিত্সাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলছে চিকিৎসকদের।