
যুগশঙ্খ, ওয়েবডস্ক: পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৮৬ বছরের বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র। রবিবারই বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরেই ভক্তদের উদ্দেশে এক ট্যুইট বার্তায় শোলে’র বীরু জানান, ‘‘বন্ধুরা, আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি। আপনারাও বাড়াবাড়ি কিছু করবেন না। ভুগবেন।’’
কয়েকদিন আগেই পিঠে হ্যাঁচকা টান লাগে বর্ষীয়ান অভিনেতার। তার পরেই শুরু হয় অসহ্য যন্ত্রণা। এর পরেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত সুস্থ তিনি। ‘শোলে’-র বীরুকে এরপরে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সেই দাবি খারিজ করে দিয়েছে।
ভক্তদের নিয়ে বরাবরই সচেতন অভিনেতা।
রবিবার বাড়ি ফিরেই নিজেই দায়িত্ব নেন ট্যুইট করে ভিডিও মেসেজ দেওয়ার। এরপর একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। সেখানে তিনি হালকা মেজাজে বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’
উল্লেখ্য, বয়সজনিত কারণে ধর্মেন্দ্র শারীরিক সমস্যা আছে। এছাড়াও তাঁর হার্ট ব্লকের সমস্যা আছে।
কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলা সিনেমার বিশিষ্ট বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আপাতত তিনিও সুস্থ আছেন।