মাহি’র ফেয়ারওয়েল ম্যাচ হোক রাঁচিতে, BCCI-কে আর্জি মুখ্যমন্ত্রীর
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গতকাল সকলে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই আচমকা বিদায় নেওয়া ধোনি প্রেমীদের মধ্যে আলোড়নের সৃষ্টি করেছে। তবে এবার রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
উল্লেখ্য, শনিবার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মাহি। তার কিছুক্ষণের মধ্যে ট্যুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেখানেই বোর্ডের কাছে রাঁচিতে ধোনির ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের দাবি জানান তিনি। টুইটারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত লিখেছেন, ‘মাহি দেশ এবং ঝাড়খণ্ডবাসীকে অনেক গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। আমাদের প্রিয় ঝাড়খণ্ডের ছেলে আর কখনও নীল জার্সিতে দেখা যাবে না। কিন্তু আমাদের দেশবাসীর মন এখনও ভরেনি। BCCI-এর কাছে আমার অনুরোধ ধোনির ফেয়ারওয়েল ম্যাচ অবশ্যই রাঁচিতে হওয়া উচিত এবং গোটা বিশ্ব এই ম্যাচের সাক্ষী থাকবে।’
আরও পড়ুন: ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ট্রাম্প, তাঁর স্মৃতি বেঁচে থাকবে আমার হৃদয়ে… বললেন মার্কিন প্রেসিডেন্ট
শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের কথা ঘোষণা করেন ধোনি। ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিয়োয় সাফল্য-ব্যর্থতার নানা স্মৃতি মনে করালেন মাহি। ক্যাপশনে লিখলেন, ‘ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত মনে করুন।’
আরও পড়ুন: বিশ্বে সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৭৪২ জন
শনিবার এমন খবরে স্বাভাবিক ভাবেই মন খারাপ ধোনির হাজার হাজার অনুরাগীর। মন খারাপ তাঁর সতীর্থ থেকে সিনিয়র-জুনিয়রের। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারার মতো একাধিক ক্রিকেট খেলোয়াড়ের মন ডুকরে উঠেছে ধোনির বিদায়বেলায়। সবাই নিজেদের মনের কথা শেয়ার করেছেন ধোনিকে ট্যাগ করে।