কোথাও পালিয়ে যায়নি, কিয়েভেই আছি: জেলেনস্কি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ফের আরও একবার ভিডিও পোস্ট করে ইউক্রেনের বাসিন্দাদের পাশে থাকার কথা জানালেন দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘আমি দেশেই আছি। কিয়েভেই আছি। কোথাও পালিয়ে যায়নি। গতকালই ইউক্রেন প্রেসিডেন্টকে নিয়ে রুশ সংবাদমাধ্যম জানায়, ‘পোলান্ডে পালিয়ে গেছেন জেলেনস্কি’। এর পরেই ইউক্রেন প্রেসিডেন্ট এই ভিডিওটি পোস্ট করেন। জেলেনস্কি বলেছেন, দুই দিন পরপর তথ্য আসছে আমি কোথাও পালিয়ে গেছি। ইউক্রেনে, কিয়েভ এবং আমরা অফিসেও নেই। আমিও এখনও আমার জায়গায় আছি। আন্দ্রি বোরিসোভিড এখানে। কেউ কোথাও পালিয়ে যাইনি। এখানে, আমরা কাজ করছি।
তিনি আরও বলেছেন, আমি হাঁটাহাঁটি পছন্দ করি। কিন্তু এখন আমাদের একেবারেই সময় নেই।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হতেই ইউক্রেন প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই সময় তিনি বলেন, ‘রাশিয়ার কাছে আত্মসমপর্ণের কোনও প্রশ্ন নেই। দেশ মাতৃকার জন্য নিজের জীবন দিয়ে লড়াই করব’। দেশবাসীর উদ্দেশেও অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।