দেখা দিয়েছে জটিলতা, আরও কিছুদিন হাসপাতালে থাকবেন মারাদোনা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে দিয়েগো মারাদোনা দ্রুত সুস্থ হচ্ছেন বলেই জানা গিয়েছিল। এমনকি শুক্রবারের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। পরিস্থিতি দ্রুত বদলে গেল। জটিলতা তৈরি হওয়ায় তাঁকে আরও কিছুদিন বুয়েনস আইরেসের ক্লিনিকে থাকতে হতে পারে বলে জানিয়ে দিলেন কিংবদন্তি ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্দো লুকে।
তিনি বলেছেন, ‘অস্ত্রোপচারের পরে দিয়েগোর বেশ কয়েকবার মাথা ঘুরে গিয়েছে।’ এমন প্রতিক্রিয়ার সঙ্গে তাঁর মাদকাসক্তির সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মারাদোনার ঘনিষ্ঠ কয়েকজনের বক্তব্য, কিংবদন্তি ফুটবলারের মদ্যপানের আসক্তি রয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিরাট কিছু উদ্বেগ প্রকাশ করেননি মারাদোনার চিকিৎসক লুকে। উল্টে তিনি বলেছেন, ‘দিয়েগো চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবে। আরও কিছুদিন হাসপাতালে থাকার ব্যাপারে রাজিও হয়েছে।