বাবা-মায়ের পাশেই কবরে সমাহিত দিয়াগো মারাদোনা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের পাশেই সমাহিত করা হল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে। এক পারিবারিক অনুষ্ঠানে মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাবা-মায়ের কবরের পাশেই অন্তিমশয্যায় শায়িত হলেন দিয়েগো। মারাদোনার মরদেহ যে কফিনে রাখা হয়েছিল সেটিকে আর্জেন্টিনার পতাকা এবং ১০ নম্বর জার্সি দিয়ে ঢেকে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে রাখা হয়েছিল। জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
হাজার হাজার মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। তবে ভিড় এতটাই বেশি হয় যে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই অবস্থা সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয়।পরে মোটর শোভাযাত্রা মারাদোনার মরদেহ বুয়েনোস আইরেস শহরের উপকণ্ঠে বেল্লা ভিস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানেই কবর দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৬
গত বুধবার বাড়িতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মারাদোনার।মৃত্যুকালে ফুটবলের এই কিংবদন্তীর বয়স হয়েছিল ৬০ বছর। ফুটবল প্রেমী মানুষেরা ছাড়াও দেশ ও বিদেশের সর্বত্র এই কিংবদন্তীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ আর্জেটিনা।