অল্প কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটার বিভিন্ন এলাকা
নিজস্ব প্রতিনিধি দিনহাটা: অল্প কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দিনহাটার বিভিন্ন এলাকা। দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জল দাঁড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যে সেই জল নেমে পড়ে। টানা বৃষ্টিতে নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের বলে অভিযোগ। দিনহাটা শহরের গোপালনগর এলাকায় দক্ষিণাংশের মাঠ ও সংহতি ময়দান ছাড়াও পশু চিকিৎসা কেন্দ্র জলমগ্ন হয়ে পড়ে। এছাড়াও শহর ও গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় কোথাও কোথাও জল দাঁড়িয়ে পড়ে। একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের স্টেশন সংলগ্ন রাস্তা ও আশপাশের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে পড়ে।
সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ছে বলে অভিযোগ বিরোধীদের। বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত, জেলা সম্পাদক সুদেব কর্মকার , শহর মন্ডল সভাপতি অমিত সরকার , মিলন মোদক প্রমুখ বলেন সামান্য বৃষ্টিতেই দিনহাটার বিভিন্নস্থানে জল দাঁড়িয়ে পড়ে। দীর্ঘ বছরেও দিনহাটা পুর এলাকায় জল নিকাশি ব্যবস্থা গড়ে উঠেনি। যার ফলে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বিজেপি ক্ষমতায় এলে দিনহাটা শহরের জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে মাস্টারপ্ল্যানের মধ্যে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও দলীয় নেতৃত্ব দাবি করেন।
আরও পড়ুন: বাংলায় ফের ঝড়ের পূর্বাভাস
এদিকে পুরসভা সূত্রে জানা গেছে দিনহাটা শহর কে সাজিয়ে তোলার পাশাপাশি জল নিকাশির সুষ্ঠ ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান করা হচ্ছে। একটানা কয়েক ঘন্টা টানা বৃষ্টি হলে কোথাও কোথাও সামান্য জল দাঁড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তা নেমে পড়ে বলেও পুরসভা সূত্রে জানা গেছে। দিনহাটা পুরসভা প্রাক্তন কাউন্সিলার অসীম নন্দী , গৌরীশংকর মাহেশ্বরী প্রমূখ বলেন একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কোথাও কোথাও জল দাঁড়িয়ে পড়লেও পুর সভার কর্মীরা প্রতিমুহূর্তে ড্রেন পরিষ্কার রাখায় সহজেই জল নেমে যায়।