fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দিঘায় দুর্ঘটনা, বাস উলটে নয়ানজুলিতে, মৃত ৩, আহতদের অবস্থা আশঙ্কাজনক  

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ দিঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি ১৭ জন। জানা গিয়েছে, কুকড়াহাটি – দিঘা রুটের বাসটি সোমবার সন্ধ্যায় কাঁথির কাছে পিছাবনি বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে নেমে যায় বাসটি। আহত হন বাসের ১৭ জন যাত্রী। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে তখনই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উদ্ধারকাজে প্রথমে হাত লাগান স্থানীরাই। দুর্ঘটনার জেরে দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়৷

 

পুলিশ জানিয়েছে, নিহত তিন যাত্রীর নাম তপন কর, ইন্দ্রজিৎ পট্টনায়েক এবং দীপঙ্কর মান্না৷ নিহতদের মধ্যে তপন কর কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের কর্মী৷ দীপঙ্কর মান্না দুর্ঘটনাগ্রস্ত বাসটিরই কর্মী ছিলেন৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসটি অত্যন্ত দ্রুতগতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

Related Articles

Back to top button
Close