সৈকত নগরী দিঘায় হাতে নাতে ধরা পড়ল দুই যুবক
মিলন পণ্ডা, দিঘা (পূর্ব মেদিনীপুর): সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক। এই ঘটনার পর লকডাউনের মধ্যেও গোটা সৈকত নগরী দিঘার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই চোরকে উওম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। পুলিশের জিজ্ঞসাবাদে জানা গেছে যে, তাদের মধ্যে একজনের বাড়ি দিঘার উপকুল থানার দহদয়া গ্রামে। এর নাম সুনীল দাস
আরেকজন কাঁথি থানার কাজীচকের খোকন গিরি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত বুধবার বিকেলে নিউ দিঘার একটি বেসরকারী হোটেলের সামনে থেকে এক কর্মীর সাইকেল চুরি যায়। বুধবার সাইকেল চুরি আগে হোটেলের সামনে ওই দুই যুবককে ঘুরতে দেখেছিল কিছু কর্মীরা। এদিন সকালের আবার দুই যুবককে ঘুরতে দেখতে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে সাইকেল চুরি করা স্বীকার করে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এরপর দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দিঘা থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন উত্তেজিত জনতার কাছ থেকে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যদিও এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।