সৈকত নগরী দিঘার ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক

মিলন পণ্ডা, দিঘা (পূর্ব মেদিনীপুর): সৈকত নগরী দিঘা মোহনায় ভয়াবহ অগ্নিকান্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হল। সৈকত নগরীর দিঘায় মৎস্য নিলাম কেন্দ্রে এই আগুন লাগে। ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় প্রায় দশটি দোকান। দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় দুই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন যে, অগ্নিকান্ডের ফলে কয়েক হাজার ইলিশ মাছ পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে বারোটা নাগাট একটি দোকানের প্রথমে আগুন লাগে। তারপরেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দিঘা উপকূল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দমকলকে খবর দেয়।
[আরও পড়ুন- সংরক্ষিত আসন নিয়ে সোমবার থেকে যাত্রা শুরু ২০ জোড়া ক্লোন ট্রেনের]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে সাড়ে বারোটা নাগাট দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডের ফলে দুটি মাছের আড়ৎ, ৩টি কাপড়ের দোকান সহ প্রায় ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী বাপি কুমার দোলুই বলেন, “আমরা গভীর রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে আগুন দাউদাউ করে আগুন জ্বলছে। এরপর ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
দমকল বিভাগের আধিকারিক তারকেশ রঞ্জন সিনহা বলেন, ” আগুনের ঘটনার খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগাই। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।”