দিঘা সমুদ্রতীরে বিশাল আকৃতি বস্তু, এলাকায় চাঞ্চল্য

মিলন পণ্ডা, দিঘা (পূর্ব মেদিনীপুর): সৈকত নগরী দিঘায় বৃহস্পতিবার সকালে সমুদ্রতীরে বিশাল আকৃতির অজানা বস্তুকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই উৎসুক গ্রামবাসীরা সমুদ্র পাড়ে ভিড় জমায়। গ্রামবাসীদের মধ্যে অনেকেই আশঙ্কা করেছিল যে, ওই বিশাল বস্তুটি সমুদ্রে ঝড়ে ভেঙে পড়া জাহাজের অংশ।
আবার অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সাবমেরিন হতে পারে। অনেকে আবার দূরবীন দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিঘা মোহনা থানার ও দিঘা থানার পুলিশ বাহিনী। প্রথমে পুলিশও সমুদ্রতটে ভাসমান বস্তুর সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। অবশেষে সমুদ্রে বোর্ড সশস্ত্র পুলিশ বাহিনী নামিয়ে ভাসমান বস্তুর কাছে পৌঁছালে সংশয় দূর হয়।
ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পরিষ্কার হয়। জানা যায় এই ভাসমান জিনিসটি আসলে একটি বয়া। জাহাজের দিক নির্ণয় করার জন্য এর ব্যবহার করা থাকে। সাম্প্রতিক আমফান ঝড়ে উত্তাল সমুদ্রের ঢেউয়ে কোনওভাবে বয়াটি দিঘার সমুদ্রে ভেসে এসেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
বয়াটি মাঝ সমুদ্র থেকে পাড়ে ওঠানোর জন্য প্রক্রিয়া শুরু করে পুলিশ প্রশাসন। পাশাপাশি কোস্টগার্ডকে খবর পাঠানো হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন সকালে দিঘার মাঝ সমুদ্রে কোনও একটা ভাসমান বস্তুর ভেসে থাকতে দেখা যায়। এরপর তাঁরাই পুলিশকে খবর দেয়। ঘটনা জানাজানি হতে দিঘা সহ পার্শ্ববর্তী এলাকার স্থানীয় মানুষজন ওই বস্তু দেখতে ভিড় জমান।