রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুললো বিজেপি। এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। শাসকদলের নেতা-কর্মীরা এই কাজে যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে ১০০ দিনের কাজের টাকা লুট করা হচ্ছে। এর জন্য শাসকদলের দিকেই তোপ দেগেছেন তিনি।
আরও পড়ুন: লাদাখের পাল্টা চাপ সমুদ্রে, প্রশান্ত মহাসাগরে অসি নৌঘাঁটিতে এবার ইন্ডিয়ান নেভি
দিলীপ ঘোষ অভিযোগ করে বলেছেন ১০০ দিনের কাজে সব থেকে বেশি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। আর সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এই রাজ্যে। তাঁর অভিযোগ, ৫০ শতাংশ টাকা হাতিয়ে নিচ্ছে নেতারা। আর বাকি ৫০ শতাংশ পাচ্ছেন, যাঁরা কাজ করছেন তাঁরা।
দিলীপ ঘোষ তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কী উন্নয়ন হয়েছে, আর কেন্দ্র রাজ্যকে কী সহযোগিতা করেছে, তা মানুষের কাছে গিয়ে বলুক তারা।