গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
রবিবাসরীয় ঝটিকা সফর, ইস্কনে রাজ্য বিজেপি সভাপতি

শ্যামল কান্তি বিশ্বাস, নবদ্বীপ: শনিবার বর্ধমান জেলার জামালপুরে কেন্দ্রের নয়া কৃষি সুরক্ষা আইনের সমর্থনে জামালপুরের জনসভা সেরে রবিবার সোজা নবদ্বীপ শহরের মায়াপুর ইসকন মন্দিরে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ইসকনে প্রবেশ করেই সোজাসুজি গেলেন গোশালায়।
ইসকন মন্দির পরিচালিত গোশালায় গিয়ে নানা জাতের গাভী পরিদর্শন সহ তাদের পরিচর্যায় নিজেকে কিছুটা সময় নিয়োজিত করলেন এবং এরপর মন্দিরের পূজারী,সেবাইত সহ ভক্ত বৃন্দের সঙ্গে কথোপকথন সহ ভাব বিনিময় সেরে সোজা চলে গেলেন নাটক মন্দিরে।
সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিগ্ৰহের সামনে কিছুটা সময় একান্তে কাটিয়ে সন্ধ্যা আরতিতে অংশ নিলেন।