রাজ্য সভাপতির জন্মদিন, আদিবাসী গ্রামে পায়েস খাইয়ে মাস্ক বিতরণ বিজেপির

জয়দেব লাহা, দুর্গাপুর: বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন। সেই উপলক্ষ্যে কাঁকসার আদিবাসী গ্রামে পায়েস খাইয়ে মাস্ক বিতরনের মাধ্যমে পালন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। শনিবার বিকালে কাঁকসার আমানিডাঙ্গা আদিবাসী গ্রামে দলের রাজ্য সভাপতির জন্মদিন পালন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এদিনে গ্রামের ক্লাবঘর প্রাঙ্গনে পায়েস তৈরী করেন। সেখান থেকে গ্রামবাসীদের মধ্যে পায়েস বিতরন করেন বিজেপিকর্মীরা। দেশজুড়ে করোনার আবহ। সংক্রামকের হাত থেকে বাঁচতে গ্রামবাসীদের মাস্ক পরিয়ে দেয় বিজেপিকর্মীরা। বিজেপির পুর্ব বর্ধমান জেলার সহ সভাপতি রমন শর্মা জানান,” সাংসদ তথা দলের রাজ্য সভাপতির জন্মদিন। তাই এরকম একটি গ্রামেই জন্মদিন পালন। প্রথা অনুযায়ী জন্মদিনে পায়েস খাওয়ানো হল। একই সঙ্গে গ্রামের অনেকর সঙ্কটজনক পরিস্থিতিতে মাস্ক কিনতে অপারগ। তাই করোনার মতো মারণের রোগের সংক্রামক থেকে বাঁচতে মাস্ক বিতরন করা হয়েছে।”