fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

সপ্তাহব্যাপী ‘আর নয়, করোনা অ-ব্যবস্থা’ সপ্তাহ পালনের কর্মসূচি বিজেপির, জানালেন দিলীপ ঘোষ

শরণানন্দ দাস, কলকাতা: দুদিন পর নীরবতা ভাঙলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার একটি প্রেস বিবৃতিতে তিনি জানান, তাঁর দুই গাড়ির চালক ও দুই দেহরক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। এই কারণে তিনি নিজে ‘ নিভৃতবাসে ( সেল্ফ কোয়ারান্টাইন) রয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ।’ এই প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপির মিডিয়া কনভেনার সপ্তর্ষি চৌধুরী জানিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতির অসুস্থতা নিয়ে কিছু মিডিয়ায় বিভ্রান্তি মূলক খবর ছড়ানো হচ্ছিল। তাই রাজ্য সভাপতির এই বিবৃতি।
একইসঙ্গে এই প্রেস বিজ্ঞপ্তিতে দিলীপ ঘোষ বিজেপির একটি নতুন কর্মসূচির ঘোষণা করেছেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ আর নয় করোনা অব্যবস্থা’ সপ্তাহ।

বিজেপি রাজ্য সভাপতি ফোনে জানালেন, ‘রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ। আর নয় করোনা অব্যবস্থা’ শ্লোগান তুলে করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে ৩১ আগস্ট পর্যন্ত দলীয় কর্মসূচি হচ্ছে। ২৫ তারিখ থেকেই কর্মসূচি অবশ্য শুরু হয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ আমাদের দলের চিকিৎসক নেতারা বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ নেবেন করোনা রোগিরা কি পরিস্থিতিতে রয়েছেন। তাঁদের অভাব, অভিযোগ কী? একইসঙ্গে দলের নেতারা বিভিন্ন এলাকায়, মহল্লায় গিয়ে করোনা পরিস্থিতি সামলাতে রাজ্যের ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরবেন।’

কোন কোন ব্যর্থতার দিক তুলে ধরা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যেমন টেস্টের ক্ষেত্রে জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের গড় অনেক নিচে। জাতীয় গড় প্রতি মিলিয়নে ২৬.৬৪৮, আর রাজ্য প্রতি মিলিয়নে ১৬.৪৭৬। রাজ্যে জুলাই মাসে দৈনিক করোনা পজিটিভ রোগির গড় ছিল ৩.৮৫ শতাংশ, আগস্টে এক লাফে তার বেড়ে দাঁড়িয়েছে সর্বকালীন রেকর্ড ৮.৯ শতাংশ। কলকাতা এই মুহূর্তে করোনার অন্যতম হটস্পট। যেভাবে অবৈজ্ঞনিক পদ্ধতিতে সপ্তাহে সম্পূর্ণ লকডাউনের দিন বদল হচ্ছে তা আদৌ কোন কাজে আসছে না”।

Related Articles

Back to top button
Close