fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ক্রিকেট মাঠে ব্যাট বল হাতে এক অন্য মুডে দিলীপ ঘোষ…

কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর স্কোয়ার ফিল্ডে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এক অন্য মুডে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন মাঠে নেমে ব্যাট হাতে ক্রিকেট খেললেন তিনি। বৃহস্পতিবার প্রাতঃ ভ্রমণ শেষ করেই চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগদান দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলার লোক বনধ চাইছেন না বলে দুটি দল সিপিএম ও কংগ্রেসকে বিদায় জানিয়েছেন’। মুর্শিদাবাদ জেলাতে বিজেপি নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘মুর্শিদাবাদ জেলাতে আগে ছিল কংগ্রেস ও সিপিএম তারা এখন ঠান্ডা হয়ে গেছে, তৃণমূল আছে কিন্তু তৃণমূল নিজেদের ঝগড়া ঝামেলা মেটাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। আর সেটা বিজেপি হাত ধরে হবে’।

অন্যদিকে বুধবার রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজা সেখ খুনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, ‘মুর্শিদাবাদ জেলাতে খুন নতুন কিছু নয়, মুর্শিদাবাদ জেলাতে উগ্রপন্থী পাওয়া যায়। বুধবার সভা করে ফেরার পথে আমাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। সারা দেশের মধ্যে গরীব জেলা মুর্শিদাবাদ। গরীব ও সমাজ বিরোধী জেলা মুর্শিদাবাদ। সাধারণ মানুষের ভাবা উচিত মুর্শিদাবাদ জেলাতে মারামারি আর উগ্রপন্থীরা তৈরি হবে আইনশৃঙ্খলা অবনতি হবে’। সিপিএম ও কংগ্রেস জোটকে গতবার রিজেক্ট করেছে আগামী দিনে বিজেপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

বুধবার রাতে বহরমপুর সার্কিট হাউসে রাত্রি যাপনের পর বৃহস্পতিবার সকালে বহরমপুর সংলগ্ন গঙ্গার ধারে প্রাতঃভ্রমণে বের হন দিলীপবাবু। প্রথমত এদিন সকালে শহরের কুঞ্জঘাটা এলাকার এক মাঠে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে ধ্বজপ্রণাম সারেন তিনি। এরপর সেখানে চায়ের আড্ডায় দীর্ঘ সময় ধরে চলে জনসাধারণের সাথে আলাপচারিতা।

Related Articles

Back to top button
Close