
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দক্ষতার অভাবেই এ রাজ্যে রাজ্যপালকে বিরোধী রাজনীতির কাণ্ডারি সামাল দিতে পাঠানো হয়েছে। তোপ দাগলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এ বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের দক্ষতার অভাব রয়েছে বলেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে বিরোধী দলের রাজনীতি করার জন্য এ রাজ্যে পাঠিয়েছে।’ যদিও রাজ্য বিজেপির একাংশের মত রাজ্যপাল ধনকর যে ভাবে রাজ্যের শাসক দলের একের পর এক পর্দা ফাঁস করছেন। তা মোটেই ভালো চোখে নিতে পারছে না তৃণমূল। অন্য দিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২১ শের নির্বাচনের আগে দলকে চাঙ্গা করছেন। তাতে অনেকটাই অস্ব্স্তি বাড়িয়েছে তৃণমূল শিবিরের। তাই এবার দিলীপ ঘোষ ও রাজ্যপাল ধনকোর কে জোড়া ফলায় বিঁধতে চাইছে তৃণমূল নেতৃত্ব। আর সে করণেই ফিরহাদ হাকিম এহেন মন্তব্য করেন।
সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকর একমাসের উত্তরবঙ্গ সফরে গিয়ে মালদায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। সেখানে তিনি সার্বিক পরিস্থিতি নিরূপণ করে চাঁচা ছোলা ভাষায় শাসক দল তৃণমূলকে আক্রমণ করেন। সেই প্রসঙ্গেই রাজ্য বিজেপির অন্যতম কাণ্ডারি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ও রাজ্যপালকে সরাসরি নিশানা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যে কাজ বিরোধী দলের নেতা হিসেবে দিলীপবাবুর করা উচিত, তা রাজ্যপাল করছেন। রাজ্যের বর্তমান রাজ্যপাল রাজভবনে নয়, বিজেপির সদর দফতরে বসা উচিত ছিল।’