
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পুরনো চাল কি ভাতে বাড়ে! সেটাই প্রমাণ দিতে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কয়েকদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল তাকে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন অর্জুন। রাজনৈতিক মহলেই কথায় অর্জুনের কাম ব্যাক শুধুই ছিল সময়ের অপেক্ষা। গত সাংবাদিকরা তাকে নানাভাবে তৃণমূলে যোগদানের কথা জানতে প্রশ্ন করেন। তখন নানা কৌশলে সমস্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি।
ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে নিজের পুরনো দলে যোগ দিলেন অর্জুন সিং। সেখানে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। তাঁদের উপস্থিতিতেই অর্জুনের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, অর্জুন সিং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করলে ভালো হত।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ”সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার নৈতিকতার ব্যাপার। দল ছাড়লেন, প্রতীক ছাড়লেন, পদ ছাড়াও উচিত। রাজনীতির মধ্যে নৈতিকতা নীতি ধীরে ধীরে কমে যাচ্ছে অভাব হয়ে যাচ্ছে। এইভাবে পার্টির লাভ-ক্ষতি চাইতে গিয়ে রাজনীতির ক্ষতি বেশি হয়।
অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় কোনও অশনি সংকেত দেখতে পাচ্ছে রাজ্য রাজনীতি! এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ”অশনিসংকেত কিছু না। অনেক মানুষ এসেছিল, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিল। এখন দেখছে সম্ভব হচ্ছে না অসুবিধা হচ্ছে। যখন ক্ষমতার কাছাকাছি পার্টি যায় তখন অনেক লোক আসে। ক্ষমতার অলিন্দে সবাই থাকতে থাকতে চায়। ক্ষমতার বিরুদ্ধে থাকতে মুশকিল হয়।”
ব্যারাকপুর লোকসভায় শিল্পাঞ্চলের সাত বিধানসভায় ২০১৯ সালে অর্জুন সিং বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণে বিজেপি এগিয়ে ছিল ৫-২ ফলে। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল বিশ্লেষণে দেখা গেল ৬-১ আসনে পিছিয়ে গিয়েছেন অর্জুন সিং।